সারাদেশ

পবিপ্রবি’র গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

দুমকি উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গাছ কেটে নেওয়ার অভিযোগে সৈয়দ বাদল (৪২) নামের এক ইউপি সদস্য ও আবু রায়হান (৩৫) নামের অপর এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আটক সৈয়দ বাদল আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং রায়হান একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম লাল মিয়ার ছেলে।
মঙ্গলবার (৪ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট বড়ো বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে এবং কিছু গুড়ি ও  ডালপালা এলোমেলোভাবে পড়ে আছে।বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আবদুল মুকিত জানান, সোমবার (৩ মার্চ) সকালে নিয়মিত পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের জলিশা মৌজায় এম কেরামত আলী হলের পেছনে গেলে বিশ্ববিদ্যালয়ের গাছগুলি স্থানীয় ইউপি সদস্য সৈয়দ বাদল ও আবু রায়হান নামের এক যুবক সহ অজ্ঞাত ৫/৬ জন শ্রমিক দিয়ে কেটে নিয়ে যাচ্ছেন। যার আনুমানিক মূল্য লাখ টাকার ওপরে। বিষয়টি সাথে সাথে উর্ধতন কর্তৃপক্ষকে জানাই।গাছ কাটার অভিযোগ অস্বীকার করে  ইউপি সদস্য সৈয়দ বাদল জানান, উপাচার্যের অনুমতি নিয়েই শুধু লাকড়ির জন্য গাছের ডাল কেটেছেন তিনি। এছাড়াও দু’মাসের মধ্যে অধিগ্রহণকৃত জমি থেকে ডাল তুলে নেয়া এবং খাদার মাছ ধরা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে কিছু মাছ দিবেন এমন কথা হয়েছে তার সাথে।ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আটককৃতদের আজকেই কোর্টে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাছের কাটার বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রারের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন জানান  বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,