সারাদেশ

শ্যামনগরে সড়ক দূঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার (৭ ফেব্রুয়ারী)সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইটালী প্রবাসি মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে নকিপুর কাশিমাড়ী রোডে নকিপুর সুন্দরবন নার্সিং হোমের সামনে।

মৃত ব্যক্তির নাম মোঃ হযরত আলী(৫৩)। সে বর্তমানে নকিপুর গ্রামের বাসিন্দা। কালিগঞ্জ উপজেলার বেলেডাঙ্গা গ্রামের সুরমান আলীর পুত্র সে।

প্রত্যক্ষদর্শী কাশিমাড়ী ইউপি সদস্য সুধাংশু মন্ডল, নকিপুরের বাসিন্দা সালাউদ্দিন বাপ্পী জানান তিনি নকিপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে নকিপুর বাড়ী যাওয়ার পথে কাশিমাড়ী থেকে আসা বিপরীত মুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হযরত আলী মারাত্নকভাতে জখম হন এবং রক্ত ক্ষরণ হয়।

পর স্থানীয়রা আহত ব্যক্তিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঘাতক ট্রাক সহ চালককে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। ট্রাক নং যশোর ট-১১৩৯৫৬।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং