সারাদেশ

বেনাপোল আন্তঃ হাই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

জাকির হোসেন, বেনাপোল,শার্শা: “সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল থানা শাখার আয়োজনে
দুই দিনব্যাপী ৮ দলীয় আন্তঃ হাই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টার সময় বেনাপোল মিনি স্টেডিয়াম ফুটবল মাঠে বেনাপোল আন্তঃহাই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজনে,দুইদিন ব্যাপী
৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।
খেলা শেষ হয় বিকাল সাড়ে ৫ টায়,এবং চ্যাম্পিয়ন হয়েছে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয়,ও রানার্সআপ বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা।
এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন তারা হলো, ১. বেনাপোল  মাধ্যমিক বিদ্যালয়
২. বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা। ৩. বারপোতা মাধ্যমিক বিদ্যালয়।
৪. ধান্যখোলা ফাজিল মাদ্রাসা।
৫. হাবিবুর রহমান বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়।
৬.পুটখালী মাধ্যমিক বিদ্যালয় ।
৭.বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় ।
৮.বুজতলা মাধ্যমিক বিদ্যালয় ।
ফাইনাল ম্যাচে বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বারপোতা মাধ্যমিক বিদ্যালয়। ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ এবং দর্শকদের উপস্থিতিতে মুখরিত।
বেনাপোল থানার আটটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
এসময় খেলাটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার, উপজেলা যুব ও ক্রীড়া সচিব, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ  মোঃ রাসেল মিয়া, যশোর জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া বিভাগের সেক্রেটারি খালিদ হাসান এবং বেনাপোল অঞ্চল তত্ত্বাবধায়ক জহুরুল ইসলাম। এছাড়াও, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং বেনাপোলের বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল শাখার সভাপতি মাহাদী হাসান । এছাড়াও, খেলাটি সফলভাবে পরিচালনা করেন আদর্শ শাখার ক্রীড়া বিভাগের সেক্রেটারি মোহাম্মদ সবুর হোসেন।
এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়া চর্চা, মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্য পূরণে ছাত্রশিবিরের এই উদ্যোগ । প্রত্যেকটি প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামি Chhatrashibir Benapole এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। খেলা শেষে তারা নারে ‘তাকবির আল্লাহু আকবার’ ও ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’ স্লোগান দেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,