ফেনী রামপুর ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাব কতৃক আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিল।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী শহরের রামপুর ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাব কতৃক আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত।এতে প্রধান অতিথি ছিলেন-ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বক্তব্যে তিনি-রামপুর ও মাস্টার পাড়াকে গুলশান-ধানমন্ডির সাথে তুলনা করেন এবং ফেনী জেলার রাজনীতির সবচেয়ে ক্ষমতা-স্থান এই দুটি জায়গায় মূল কেন্দ্রস্থল বলে ভূয়সী প্রশংসা করেন এবং ফেনীর সকল দলের উদ্দেশ্য তিনি বলেন-কোন সন্ত্রাসী কার্যক্রম দেখলে আমি কোন নেতার রিকোয়েস্ট রাখবো না।চাঁদাবাজ সন্ত্রাসী পেলেই আইনের আওতায় নিয়ে আসবো।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন,স্টার লাইন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন,দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন,ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার,সদস্য সচিব আলাল উদ্দিন আলাল,যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক,আনোয়ার হোসেন পাটোয়ারী,জেলা জামায়াতের সাবেক আমির এ.কে.এম শামসুদ্দীন,ফেনী সদর মডেল থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান,দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সহ ফেনী জেলা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল,যুবদলের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।