ফেনীর দাগনভূঞায় আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ফেনীর দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে ১১ মার্চ মঙ্গলবার বিকালে দাগনভূঞা একাডেমীর হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দাগনভুঞাঁ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহম্মদ মজুমদার ও সেক্রেটারী মাওলানা আবদুজ জাহের এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী ও আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী দাগনভূঞা উপজেলা শাখার আমির ও উক্ত ফাউন্ডেশ নের প্রধান উপদেষ্টা গাজী সালেহ উদ্দিন।এই সময় বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশনের দাগনভুঞাঁ উপজেলা শাখার সহ-সভাপতি ও রাজাপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃনুর নবী,সিলোনিয়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ হাবিব।এই সময় বক্তারা বলেন আদর্শ শিক্ষক হতে হলে ঐশী জ্ঞান দিয়ে শিক্ষকতা করতে হবে।এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ মাদ্রাসার সুপারিনটেনডেন্টগণ সহকারী শিক্ষকগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।