সারাদেশ

নাসিরনগরে মডেল মসজিদে নিয়োগে  অনিয়মের অভিযোগ ইউএনও, জেলা প্রশাসক , ইসলামী ফাউন্ডেশেনের মহা পরিচালকের বিরুদ্বে মামলা

মো:তাকিউল ইসলাম, নাসিরনগর উপজেলা প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশ ইমাম  নিয়োগে অনিয়মের অভিযোগ করেছে নিয়োগ  বঞ্চিত প্রার্থী, মামলা করেছেন  নাসিরনগর উপজেলার ইউএনও, ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক , ইসলামী ফাউন্ডেশনের  মহা পরিচালক ও  নির্বাচিত প্রতিনিধি সহ ৪ ব্যাক্তিকে  বিবাদী করে।
বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের তত্তাবধানে নাসিরনগর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জন্য  গত  ১১.০২.২৫ ইং তারিখে ( ইউএনও : স্মারক নং ০৫.৪২.১২৯০.০০২.৯৯.১৬২.২৫/১৮৬)  মোতাবেক  পেশ ইমাম,মুয়াজ্জিন ও খাদেম  নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে । গত ২৭ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার  প্রশাসিনিক ভবন মিলনায়তনে  উল্লেখিত পদ সমুহের আবেদনকারী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মামলার বাদী গোলাম অভিযোগ করেন, লিখিত পরিক্ষায় তিনি ৮০ নাম্বারের  মধ্যে ৫১ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেন। নির্বাচিত প্রার্থী  (৪নংবিবাদী)মো: জুবায়ের আহান্মদ  ৩৩. ৫ নম্বর পেয়ে ৪র্থ স্থান দখল করেন । মৌখিক পরীক্ষায় সকল প্রশ্নের সঠিক উত্তর দিলেও গোলাম মোস্তফাকে কোনো নম্বর দেওয়া হয়নি। আরও দুই প্রার্থী শেখ ছায়েদুল হক এবং তোফায়েল  আহমেদকেও মৌখিক পরীক্ষায় কোনো নম্বর দেওয়া হয়নি।  নিয়োগ কমিটি পক্ষপাতিত্ব   করে অনিয়মের আশ্রয় নিয়ে পেশ ইমাম পদে নিয়োগ দেওয়ার জন্য মো: যুবায়ের আহাম্মদকে মৌখিক পরীক্ষায় ১৭.০৬ নাম্বর দেন, ফলে মো: জুবায়ের আহান্মদ’র মোট নাম্বার হয় ৫১. ১। গোলাম মোস্থফাকে  মৌখিক পরীক্ষায় অকৃতকায দেখিয়ে  মো: জুবায়ের আহান্মদকে ১ম, মোহাম্মদ আবদুল্লাহকে ২য়, হারুন রশিদকে ৩য় ও মোহাম্মদ শরীফ উদ্দিনকে ৪র্থ স্থান  নির্বাচিত প্রার্থী হিসেবে চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়েছে । তারা নম্বর পান যথাযক্রমে ৫১.১, ৪৫.৭৫, ৪৪ .২ ও ৪৩.৩ নম্বর। গোলাম মোস্তফা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেও ইউএনও আমলে নেননি। জেলা প্রশাসকের কাছে( গত.০২.০৩.২৫ তারিখে) লিখিত আবেদন করেও তিনি  প্রতিকার না পেয়ে  গত ০৩.০৩.২৫ ইং তারিখে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক , ইসলামী ফাউন্ডেশনের  মহা পরিচালক ও  নির্বাচিত প্রতিনিধি মো: জুবায়ের আহান্মদকে  বিবাদী করে  বিজ্ঞ ব্রাহ্মনবাড়িযা সিনিয়র জজ আদালতে একটি মামলা করেছেন।
এছাড়াও জানা যায়,  ইমাম ও মুয়াজ্জিদ পদে আবেদনের শেষ তারিখ ছিল ২৬ ফেব্রুয়ারি’২৫। কিন্তু নিয়োগ বোর্ড অন্যায়ভাবে খাদেম পদে মো. কাশেম মিয়ার আবেদন ২৭ ফেব্রুয়ারি গ্রহন করেছেন(যার প্রমান হচ্ছে ২৭ তারিখে তার নামে ইস্যু করা ব্যাংক ড্রাফট)। মুয়াজ্জিন পদে অনিয়ম করে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপ-প্রশাসনিক কর্মকর্তা  বিল্লাল মিয়ার   ভাই আতাউর রহমানকে নিয়োগ দেয়া হয়েছ ।
নিয়োগ বঞ্চিত ও মামলার বাদী গোলাম মোস্তফা বলেন, ”মামলার ৪নম্বর বিবাদীকে নিয়োগ দিতে
ইউএনওর  নেতৃত্বে নিয়োগ বোর্ড অন্যায় ও বেআইনীভাবে সকল উদ্যোগ নিয়েছেন। আমি ১ম হয়েছি কিন্তু অন্যায়ভাবে আমাকে মৌখিক পরীক্ষায় কোনো নম্বর দেয়া হয়নি। অথচ ঢাকার মোহাম্মদপুরের একটি মসজিদে আমি ১৫বছর ধরে ইমামের দায়িত্ব পালন করছি”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন সাংবাদিকদের জানান, মোট ৩০জন পরীক্ষায় অংশ নিয়েছে। মৌখিক পরীক্ষায় নম্বর দেয়া হয়নি এটি ভুল ধারণা। বিষয়টি নিয়ে কথা উঠায় নিয়োগ স্থগিত রেখেছি। জেলা প্রশাসক স্যারও নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার ফলাফলের পর আমার সঙ্গে দেখা করতে আসলে মুয়াজ্জিন পদে উত্তীর্ণ প্রার্থী আতাউর রহমান উপপ্রশাসনিক কর্মকর্তার ভাই বলে জানতে পেরেছি। তার পরীক্ষা দেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। উপপ্রশাসনিক কর্মকর্তা ভালো বলতে পারবেন। তদন্ত করলে বিষয়টি উঠে আসবে।উল্লেখ্য,মামলা দায়েরে দিনই বিজ্ঞ সিনিয়র জজ আদালতে নিয়োগ স্থগিত ও ইউএনওসহ ২জনকে কারন দর্শানো নোটিশ দিয়েছে বলে মামলার আইনজীবি মো: আবুল কাশেম জানান ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,