দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে
বিদ্যালয় চত্বরে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইবরাহীম খলিল, নায়েবে আমীর আব্দুল কাদের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আশরাফি। এসময় বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মোশাররফ হোসেন খান, নারায়ন চন্দ্র পালসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষািকারা উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ মা সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে। মা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।