সারাদেশ

জামালপুরে ধর্ষকের শাস্তি দাবী ও অন্যায়-অবিচারের প্রতিবাদে মানববন্ধন

মোঃ বিপুল হোসেন
নান্দিনা (জামালপুর) প্রতিনিধি।

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অন্যায় অবিচার বেড়ে চলছে। এসব ধর্ষক ও অন্যায়কারীদের শাস্তির দাবীতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির  অবনতির প্রতিবাদে নান্দিনাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১৩ মার্চ) সকালে জামালপুর সদরের জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নান্দিনা বাজারে এই মানববন্ধন হয়।

এসময় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক নান্দিনা বাজারে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছাত্র-জনতা, শিক্ষার্থী এবং শিক্ষক সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয় এবং স্লোগান দিতে থাকেন। স্লোগান তোলা হয়- রশি লাগলে রশি দে ধর্ষকদের ফাঁসিদে, উই ওয়ান্ট জাস্টিসসহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে শিক্ষার্থীরা।
এতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, অনলাইনে নারীদের হেনস্তা,নিপীড়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র প্রতিবাদ করা হয়।

এসময় কামরুজ্জামান সেলিম বলেন, সারাদেশে নারীদের ধর্ষণ,নিপীড়ন ও নির্যাতন করা হচ্ছে।বারবার কেন নারীরা ধর্ষিতা হয় সরকারের কাছে আমার প্রশ্ন? আর কোন মা-বোন ধর্ষণের শিকার হলে আমরা ঘরে বসে থাকবো না। ধর্ষকদের ফাঁসির দাবী জানাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিরসনের প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

শাহিনুর রহমান বলেন, বাংলাদেশ আমি তোমাদের ভুলব না।যে বিষয়টি দেশব্যাপী ভয়ংকর রূপ ধারণ করেছে সে বিষয়টি হলো ধর্ষণ। জনগণের চোখের ঘুম হারাম করেছে। আছিয়ার ধর্ষণসহ প্রত্যেকদিন ধর্ষণের খবর শুনে দেশের মানুষ আতংকিত। গত কয়েকদিনে আমাদের নিজ জেলা জামালপুরে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে তারমধ্যে ৪ বছরের শিশুও বাদ যায়নি।এসব ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকাশ্যে ফাঁসি দাবি জানাই।

মানববন্ধনে নান্দিনা এলাকার জনগণ, ছাত্র-সমাজ, শিক্ষক প্রতিনিধি,নানা শ্রেণীর পেশাজীবী মানুষ  এবং নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহীন স্কুল এন্ড কলেজ নান্দিনা শাখা ও শিহাব টিউটোরিয়াল এবং কোর্য়াক পাবলিক স্কুল এবং অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,