খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় বিক্ষোভ মিছিল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীর ডিমলায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
রবিবার (০৪ মে) নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডিমলা উপজেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ডিমলা স্মৃতি অম্লান চত্বর (শুটিবাড়ী মোড়) মিলিত হয়ে এক সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডিমলা উপজেলা সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি আরিফ-উল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ও সদর ইউনিয়ন সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, নাউতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিয়ন যুবদল সভাপতি সোহাগ খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বাবু উৎপল কান্তি সিং, সদস্য সচিব জ্যোতি চন্দ্র রায়, জিয়া পরিষদের উপজেলা যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন প্রমুখ বক্তব্য দেন।
বক্তব্যে বক্তারা বলেন, ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা বলেন, ফখরুদ্দীন-মঈনুদ্দিন ও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বৈরাচার আওয়ামী সরকারের রোষানলে পড়ে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘ ১৮ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন।
উপস্থিত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে তাদের প্রিয় নেতা তুহিনের মুক্তি নিশ্চিত করা হবে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে ইতোমধ্যে নীলফামারীসহ বৃহত্তর রংপুর বিভাগে আন্দোলনের লেলিহান শিখা জ্বলে উঠেছে এবং দাবি আদায় না হলে বৃহত্তর রংপুর বিভাগে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন। প্রথমে কর ফাঁকির মামলায় জামিন শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর কিছুক্ষণ পর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারকও তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।