সারাদেশ

নজিবর রহমান সাহিত্যরত্ন সম্মাননা পেলেন মির্জা মোস্তফা জামান

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

রাজনীতি ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় নজিবর রহমান সাহিত্যরত্ন সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, স্বচ্ছ ও পরিচ্ছন্ন জননেতা মির্জা মোস্তফা জামান।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের কো-অর্ডিনেটর তাইবুল হাসান।
এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে সলঙ্গার হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নজিবর রহমান সাহিত্যরত্নের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী সাহিত্য মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার সমাপনী দিনে রাজনীতিতে বিশেষ অবদান রাখায় মির্জা মোস্তফা জামানকে এই সম্মাননা পদক প্রদান করা হয়।
নজিবর রহমান সাহিত্যরত্ন একাডেমীর উপদেষ্টা গজেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (পিআরএল) মো. সাইফুল্লাহিল আজম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের ডেপুটি এটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন, নজিবর রহমান সাহিত্যরত্ন একাডেমী ঢাকার সাধারণ সম্পাদক মো. গোলাম হাসনায়েন (টনিক), কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, সাংবাদিক, সাহিত্যিক ও গবেষক জুলফিকার ইসলাম প্রমুখ।
সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লায় ঐতিহ্যবাহী ৭০ বছরের পুরনো রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন মির্জা মোস্তফা জামান। তার পিতা মরহুম মির্জা মোরাদুজ্জামান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ছিলেন। এছাড়া তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক, পরবর্তীতে তথ্য ও গবেষণা সম্পাদক এবং ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
পিতার পদাঙ্ক অনুসরণ করে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের কর্মী হিসেবে স্কুল জীবনে রাজনীতিতে নাম লেখান মির্জা মোস্তফা জামান। ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক, পরবর্তীতে সভাপতি, কেন্দ্রীয় সংসদের সদস্য, সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে তিনি দায়িত্ব পান জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়কের।
বিএনপির রাজনৈতিক বৈরী সময়ে দায়িত্ব পালন করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে। জুলাই-আগস্ট বিপ্লবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতাকে সংগঠিত করতে রেখেছেন অভূতপূর্ব ভূমিকা। নিজেও সার্বক্ষণিক ছিলেন সকল কর্মসূচিতে। ফ্যাসিস্ট হাসিনা পতনের পরেও সার্বক্ষণিক মাঠে রয়েছেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ। রাজনীতির এই পথচলায় হামলা-মামলাসহ নানাভাবে নির্যাতিত হয়েছেন মির্জা মোস্তফা জামান। ৩৫টি রাজনৈতিক মিথ্যা মামলার আসামি, মোট ৪০টি মামলায় আসামি হয়ে তাকে কারাবরণ করতে হয়েছে বহুবার। তবুও রাজপথের আন্দোলন ও সংগ্রাম থেকে পিছুপা হননি। লড়ে গেছেন বীরদর্পে। এজন্যই তার সুনাম জেলাজুড়ে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং