সারাদেশ

নীলফামারিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

 সাকিল ইসলাম ,জেলা প্রতিনিধি নীলফামারী।।
 নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে নাঈম ইসলাম নামের এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণী অনশন করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের ককই বড়গাছা গ্রামের সুবহান আলীর ছেলে নাঈম ইসলামের বাড়িতে ওই তরুণী অনশন করেন।
 সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে শিমু আক্তার নামের এক তরুণী কলেজ বিয়ের দাবিতে নাঈমের বাড়িতে অবস্থান নিয়েছেন।
 শিমুর দাবি নাঈম একবছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। নাঈম এর পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ।এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অনশনে বসেছি।
বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিতে হবে আমাকে। এবিষয়ে প্রেমিক নাঈমের সাথে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
 লক্ষীচাপ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব,আমিনুর রহমান কে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি ঢাকায় আছি তবে বিষয় টি শুনেছি।
 নীলফামারী সদর থানার ওসিকে মুঠোফোনে কল দিলে ওসি বলেন,উপযুক্ত বয়স হলে আমাদের কিছু করার নেই।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,