মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদমদীঘি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে আজ বেলা এগারো ঘটিকার সময় প্রতিষ্ঠান প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং মাধ্যমিক শাখার এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার বেলা এগারো ঘটিকার সময় আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং মাধ্যমিক শাখার এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক পারভীন আক্তার ও জ্যেষ্ঠ প্রভাষক অনিত চন্দ্র পালের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি জনাব রুমানা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
এ ছাড়াও প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থী, স্কুল শাখার সকল শিক্ষক, কলেজ শাখার সকল সহকারী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক, প্রভাষক, ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরীক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।