সহানুভূতি স্থাপত্য ফাউন্ডেশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
প্রসেন সরকার প্রতিনিধি (নবীগঞ্জ) সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নে মংলিছড়া চা বাগানে প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে সনাক্ত করে দিয়েছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি স্থাপত্য ফাউন্ডেশন। ৩১শে অক্টোবর শুক্রবার দুপুরে বাগানের একটি স্কুলে এই আয়োজন করা হয়। স্থানীয় যুবক সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী মুকুন্দ মুন্ডার সার্বিক পরিচালনায় নারী,শিশু ও পুরুষদের মধ্যে এই কার্যক্রম […]



