আনোয়ারার যুবদল নেতা হামিদুল নিলেন বিএনপির মনোনয়ন ফরম
কর্ণফুলী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দক্ষিণ জেলা যুবদল নেতা ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হামিদুল ইসলাম (হিরু)।
তিনি চট্টগ্রামের আনোয়ারার সামাজিক সংগঠন ‘শুদ্ধ বৃত্ত’ সভাপতির দায়িত্বে রয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মোহাম্মদ হামিদুল ইসলাম (হিরু) বলেন, ‘নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই নমিনেশন ফরম যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেবো ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে চট্টগ্রাম-১৩ আসনের আনোয়ারা-কর্ণফুলীবাসীর দোয়া চাই’।
বিএনপির প্রার্থী হলে দলীয় কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত আসতে পারে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে দল তা নেবে, এটা দলের সিদ্ধান্ত।




