আমবাগ প্রিমিয়ার লীগ সিজন-১ ফাইনাল ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে
আমবাগ সমাজকল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আমবাগ প্রিমিয়ার লীগ (APL) সিজন-১ ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি দুপুর ২:৩০ মিনিটে। জমজমাট এই ফাইনালে মুখোমুখি হবে জে আর সুপার কিংস ও অলস্টার ক্রিকেট টিম।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মো: শওকত হোসেন সরকার, সভাপতি – গাজীপুর মহানগর বিএনপি। এছাড়া সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব মো: সেলিম সরকার, সভাপতি – ১০ নং ওয়ার্ড বিএনপি।
আমবাগ সমাজকল্যাণ সংঘের সদস্য ও আমবাগ প্রিমিয়ার লীগের পরিচালনা কমিটির আহ্বায়ক সাদিম আহমেদ সুজন জানান, তরুণ সমাজকে মাঠমুখী করা, ক্রীড়া চর্চার প্রতি উৎসাহিত করা এবং জুয়া ও মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের তৈরি করার লক্ষ্যে আমাদের ক্লাব ভবিষ্যতেও কাজ করে যাবে। ইনশাআল্লাহ, এই টুর্নামেন্ট প্রতিবছর অব্যাহত থাকবে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত APL সিজন-১ ফাইনাল ঘিরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিপুল উত্তেজনা বিরাজ করছে। ফাইনাল ম্যাচ উপভোগ করতে সবাইকে আমবাগ মাঠে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।





