আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচী ঘোষণা করলো রাবিপ্রবিয়ানরা
রাবিপ্রবি প্রতিনিধি :তিন দিনের আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ (বুধবার, ৮ জানুয়ারী) রাত ৮ টার সময় সম্মিলিত আলোচনার পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
নতুন কর্মসূচিতে উল্লেখ করা হয় আগামীকাল (৯ জানুয়ারি, বৃহস্পতিবার) সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।একই দিনে সকাল ১১ টা থেকে ” লং মার্চ টু ডিসি অফিস ” এবং ১২ টা থেকে “ডিসি অফিস শাট ডাউন এবং অবস্থান কর্মসূচি” গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি (সোমবার) উপাচার্য নিয়োগের একদফা দাবিতে আন্দোলনে যায় রাবিপ্রবিয়ানরা।রাঙ্গামাটির স্থানীয় প্রশাসন আশ্বাস দেওয়ার তিন দিন অতিবাহিত হলেও উপাচার্য পায়নি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। এর পরিপ্রেক্ষিতেই নতুন কর্মসূচি ঘোষণা করে রাবিপ্রবিয়ানরা।