আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত
তৌফিক তাপস নওগাঁ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে ঘোষপাড়া মোড়ে মহাদেবপুর ধানের শীষ সমর্থকগোষ্ঠীর আয়োজনে বিএনপি নেতা শহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার নান্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা হাজী আককাস আলী, চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, এনামুল হক, হাজী আব্দল আজিজ আফান, সেকেন্দার আলী, আবু হাসান বাশার প্রমুখ। কর্মী সভায় বক্তারা ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কষকদল, যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, তাঁতি দল মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



