ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব টুর্নামেন্ট-২০২৫ এর নিলাম অনুষ্ঠান
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট ক্লাবের উদ্যোগে “ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব টুর্নামেন্ট-২০২৫” এর নিলাম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৫ টার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এই নিলাম অনুষ্ঠান শুরু হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ক্রিকেট ক্লাবের উপদেষ্টা প্রভাষক মো. রায়হান উদ্দিন ফকির, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সদস্য সচিব ইয়াসিরুল কবির সৌরভ।
জানা যায়, টুর্নামেন্টে ৮ টি দলে মোট ১২০ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। পরবর্তীতে নভেম্বরের ২২ তারিখ থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে।
এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমরান বলেন, আমাদের টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের অবহেলিত যেসব খেলোয়াড় আছে তাদের মাঠে খেলার সুস্থ পরিবেশ নিশ্চিত করা। এর পাশাপাশি খেলোয়াড়রা যাতে মাদক থেকে দূরে থাকে এবং বিভিন্ন সামাজিক কাজে অংশ নেয় এজন্য তাদের উৎসাহিত করা। খেলোয়াড়দের বিভিন্ন দাবি আমরা ক্রিকেট ক্লাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছে দিব। ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব প্রতিবছরই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করে থাকে।





