শিক্ষাঙ্গন

ইবি’র আইসিটি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. শিপন মিয়া 

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন উক্ত বিভাগের অধ্যাপক ড. মো. শিপন মিয়া। 

 

গত ২৮ অক্টোবর, ২০২৫ তারিখে আইসিটি বিভাগের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আলমগীর হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর হতে অধ্যাপক ড. শিপন মিয়াকে পরবর্তী ৩ বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

বিবৃতিতে জানানো হয়, এ দায়িত্ব পালনের জন্য অধ্যাপক শিপন নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

 

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. শিপন মিয়া বলেন, আইসিটি বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাণবন্ত একটি বিভাগ। আমি শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে সবাইকে সাথে নিয়ে বিভাগকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব। গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতাকে কেন্দ্র করে একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর