শিক্ষাঙ্গন

ইবির নাটোর জেলা কল্যাণ সমিতির সভাপতি মেহেদী- সাধারণ সম্পাদক ফেরদৌস 

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি :

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাটোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৬) মনোনয়ন করা হয়েছে।

 

শনিবার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টামন্ডলী ড. রহুল কে এম সালেহ, ড. মো.শাহাবুল আলম, ড. মো.বারী, মো.আলাল উদ্দিন ও ড.এ টি এম মিজানুর রহমান যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.ফেরদৌস হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে বাংলা বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহনাজ আফরিন মেঘ।

 

দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান বলেন, “শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের সমস্যার সময় পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানই আমাদের মূল লক্ষ্য। একজন সভাপতি হিসেবে আমি প্রতিটি সদস্যের দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা সম্মিলিতভাবে একটি ইতিবাচক, সহানুভূতিশীল ও উদ্দীপনাময় পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর