সারাদেশ

ঈদের ছুটিতেও ফুলবাড়ীয়ায় পরিবার পরিকল্পনা জরুরি সেবা চালু

 

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটির দিনগুলোতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কেন্দ্র সমূহ জরুরী সেবা ছিল।
জানা যায়,স্থানীয় জনসাধারণ বিশেষ আগ্রহের সাথে সকল পদের সেবা সমূহ গ্রহণ করেন। ঈদুল ফিতর দীর্ঘ ৯ দিন সরকারি ছুটি ছিল।এই দীর্ঘ বন্ধের ফুলবাড়ীয়া উপজেলা পরিকল্পনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহের জরুরি সেবা কার্যক্রমে অব্যাহত ছিল। গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও জরুরি সেবার আওতায় গর্ভকালীন সেবা সাধারণ সেবা কিশোর ও কিশোরী সেবাসহ অন্যান্য সকল জরুরি সেবা চালু ছিল। এ সকল সেবা কেন্দ্র জরুরী ভাবে নিশ্চিত করা হয়েছে।

উপজেলার ৩ টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বেশ কিছু নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়েছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা সন্তোষ প্রকাশ করেছে।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চিরঞ্জন দেবনাথ জানান,সরকারি জরুরি সেবা এই ঈদের বন্ধে অব্যাহত রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা আমরা সচেষ্টা রয়েছি। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তারা প্রসব সেবায় সচল থাকায় সন্তুষ্ট।
দেওখোলা ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার বলেন,দেওখোলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে তিনটি নরমাল ডেলিভারি সম্পন্ন করেছি।পাশাপাশি অন্যান্য সকল সেবাও দিয়েছি।
এ সময় সম্পূর্ণ সেবা কার্যক্রম তদারকি করেছেন ফুলবাড়ীয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল
অফিসার(এমসিএইচএফপি)ডাঃ এহতে শ্যামল হক। সকল কার্যক্রমের সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন নাহার।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন নাহার বলেন, উপজেলায় পরিবার পরিকল্পনা সেবা চালু ছিল। দেওখোলা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে গত ৩০ মার্চ একটি নরমাল ডেলিভারি হয়েছে।গত ৩ ও৪ এপ্রিল আরও দুই টি নরমাল ডেলিভারি হয়েছে।

 

 

 

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং