উল্লাপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মেসবাহুল হক মাসুম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রীতি চৌধুরী (দ্যুতি অরণ্য)-এর সঙ্গে উল্লাপাড়া প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ময়নুল হোসেন, সহ-সভাপতি শিশির আলম ও শাহারুল হক সাচ্চু, সহ-সাধারণ সম্পাদক রায়হান আলী, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী, প্রচার সম্পাদক রুবায়েত হাসান হিরা, অর্থ সম্পাদক মেসবাহুল হক মাসুম, আপ্যায়ন সম্পাদক সাইফুল ইসলামসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর, নজরুল ইসলাম, শাহারুল হক সাচ্চু, আব্দুস ছাত্তার, রাজু আহমেদ সাহান, আবু বক্কর সিদ্দিক, আমিনুল ইসলাম, বায়োজিদ হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় সংসদ সদস্য প্রার্থী প্রীতি চৌধুরী (দ্যুতি অরণ্য) বলেন, আগামীর উল্লাপাড়াকে একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি কৃষি খাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, রাস্তাঘাট উন্নয়ন এবং এলাকাভিত্তিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
আলোচনা শেষে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং জনগণের সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।




