এনপিবি নিউজে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হলেন নুরউদ্দিন জাবেদ
মাহমুদ সানি (রায়পুর)লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশের নতুন প্রজন্মের ডিজিটাল গণমাধ্যম এনপিবি নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার পরিচিত সাংবাদিক নুরউদ্দিন জাবেদ।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর সিরডাপে আয়োজিত দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ‘মিট দ্য করেসপন্ডেন্ট’-এ সারাদেশের জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় রিপোর্টিং কর্মশালা এবং দ্বিতীয় পর্বে ছিল ‘মিট দ্য এডিটর’ সেশন, যেখানে সম্পাদক মো. আল হাদীর সঙ্গে প্রতিনিধিরা সম্পাদকীয় নীতিমালা ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি নাসির উদ্দিন এলান বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতাই দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাহী সম্পাদক চৌধুরি আব্দুল্লাহ আল ফারুক গণঅভ্যুত্থান পরবর্তী স্বাধীন সাংবাদিকতার পরিবেশের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে সম্পাদক মো. আল হাদী বলেন, মাঠপর্যায়ের প্রতিনিধিরাই এনপিবি নিউজের সবচেয়ে শক্তিশালী ভরসা।
অনুষ্ঠানে প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান নুরউদ্দিন জাবেদ। তিনি এর আগে আলোকিত সকাল, দেশ রূপান্তর, ইত্তেফাক ও ডেইলি সানসহ দেশের শীর্ষ গণমাধ্যমে ডিজিটাল ও প্রিন্ট উভয় মাধ্যমে কাজ করেছেন।




