ঐক্যবদ্ধ হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে—মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবসময় মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটী মন্দির প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সনাতন সম্প্রদায়ের নেতা দেবু ঠাকুরের সভাপতিত্বে এবং মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপঙ্কর সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেবেন ঘোষ, বিশ্বজিৎ সাধু, প্রত্যাশা সমবায় সমিতির নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া সঞ্জয় দে, সুনীল, তপন কর, সদয়, সুব্রত নন্দী, রঞ্জিত দে, অলক শীল, তিলক হরি, নারান হরি, হরিদাস, স্যামুয়েল, আহলাদ, দেবদাস দত্ত, সুনীল দত্ত, তুষার ঘোষ, বেচা ঋষি, কালিদাস, গৌর বিশ্বাস, পলাশ, সন্দীপ ও বিশ্বসহ বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মনিরুল হাসান বাপ্পী সকাল ১০টায় কয়রা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সভায় অংশ নিয়ে দিকনির্দেশনা দেন। পরে সকাল ১১টায় কয়রা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন।




