কচুয়া থেকে আন্দোলনে অংশ নেবে শতাধিক শিক্ষক
উজ্জ্বল কুমার দাস (কচুয়া) বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে কচুয়া বিজয় চত্বরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আগামী ৮ নভেম্বর পূর্ব ঘোষিত আন্দোলন সফল করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় প্রাথমিক শিক্ষক কমিটির সভাপতি প্রধান শিক্ষক শেখ বদিউজ্জামান এর সভাপতিত্বে কচুয়ার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ চ্যানেল এস এর সাংবাদিক রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
শিক্ষকদের এদিনের আলোচনা সভায় সিদ্ধান্ত হয় পূর্ব ঘোষিত আন্দোলন সফল করার লক্ষ্যে কচুয়া উপজেলা থেকে শতাধিক শিক্ষক রাজধানী ঢাকায় অংশ নেবে।





