সারাদেশ

কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক কয়ারপাড়া গ্রামের কৃতি সন্তান ড. এম শওকত আলী। এ সময় তিনি বলেন, আমার পিতা আহমদ আলী অত্র অঞ্চলে ২৮টি মক্তব, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। যশোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনিও ছিলেন। তিনি শিক্ষকতা, সাংবাদিকতা ও সাহিত্য চর্চা করে গেছেন। পিতার পথ ধরেই আমরা সাধ্যমত এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।
তিনি বলেন, জুলাই বিপ্লব কখনো বৃথা যেতে পারেনা। সরকারের পাশাপাশি আমাদের সকলের সহযোগিতায় দেশের উন্নয়নে কাজ করতে হবে।
প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আব্দুল মজিদ, লেঃ কর্ণেল (অবঃ) তাফসির আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী জহুরুল ইসলাম, অধ্যক্ষ মতিয়ার রহমান, অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, ড. রুহিনা তাসমিন শেলী, অধ্যাপক ইসারুল হক, মানবাধিকার কল্যাণ ট্রাস্ট্রের মহাপরিচালক সাইফুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক শিহাব উদ্দীন, কবি ও গবেষক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, বিএনপি নেতা নূর মোহাম্মদ, সাবেক ইউপি সদস্য মফজেল হোসেন, আবুল কালাম আজাদ, তারেক জিয়া পরিষদের যশোর জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক টিপু সুলতান, প্রধান শিক্ষক শাহীন মাহবুব, হাসান মাহমুদ প্রমূখ। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী সফিউদ্দীন মল্লিক, প্রধান শিক্ষক শওকত আলী, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, হুমায়ুন কবির, সাজ্জাদ মল্লিক, শিক্ষক কবিরুল ইসলামসহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পূর্বে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ের নামফলক উন্মোচন ও ফিতা কেটে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং