সারাদেশ

কর্ণফুলীতে এমপিওভুক্ত দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি

কর্ণফুলী প্রতিনিধি :

কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং ফয়জুল বারী ফাযিল ডিগ্রি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।

গতকাল সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ঢাকার সমাবেশে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের বিচারসহ বিভিন্ন দাবিতে শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ রেখেছেন।

শিক্ষকদের অভিযোগ, রবিবার ঢাকায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়ে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করেছে। এমনকি কয়েকজন শিক্ষককে আটক করেছে। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষকরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসেস আয়মন আক্তার বলেন, ‘‘আমরা স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’’

ফয়জুল বারী ফাযিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল ডা.খলিলুর রহমান বলেন, ‘‘২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা আমাদের ন্যায্য দাবি। দাবি আদায় না হলে আমরা শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ রাখব।’’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,