সারাদেশ

কুমিল্লা টাউনহল মাঠে দুই দিনব্যাপী তথ্য মেলা ২০২৫ উদ্বোধন।

খন্দকার মহিবুল হক,  জেলা প্রতিনিধি, কুমিল্লা।

“স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা জরুরি” -জেলা প্রশাসক, কুমিল্লা ।

‘তথ্যই শক্তি জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লা এর উদ্যোগে ২ দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। তথ্য মেলায় তথ্যসেবা প্রদান করেছে জেলার ২৬টি সরকারি ও ০৬ টি বেসরকারি দপ্তর সহ মোট ৩২ টি দপ্তর। তথ্য মেলায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কুমিল্লা মো: আমিরুল কায়ছার, সনাক কুমিল্লার সভাপতি অধ্যাপক
নিখিল চন্দ্র রায় এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কুমিল্লা মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুমিল্লা। আঞ্চলিক পাসপোর্ট অফিস কুমিল্লার উপ পরিচালক মধুসূদন সরকার, জেলা
কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুমিল্লার সহকারি পরিচালক রাহেনুল ইসলাম, সনাক সদস্য আলহাজ্ব শাহ্ মো: আলমগীর খান, সনাক সদস্য বদরুল হুদা জেনু, অধ্যাপক বিজয় কৃষ্ণ রায় ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন তথ্য মেলা ২০২৫ উদযাপন পরিষদের আহবায়ক রোকেয়া বেগম শেফালী। তথ্য মেলা উদ্বোধনী পর্বের আলোচনায় জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার বলেন, সরকারি দপ্তরসমূহকে জবাবদিহি করতে তথ্য অধিকার আইন অন্যতম হাতিয়ার। তথ্য অধিকার আইন একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়িত করেছে। তিনি সকল সরকারি বেসরকারি দপ্তরসমূহকে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ এবং চাহিত তথ্য প্রদানে ইতিবাচক সহযোগিতা করার অনুরোধ করেন। তিনি বলেন, সরকারি দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন এর মাধ্যমে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মান করতে হবে।

তথ্য অধিকার আইন, ২০০৯ এর মাধ্যমে জনগণের ক্ষমতায়ন বৃদ্ধি ও সকল সরকারি দপ্তর সমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্র তৈরি করতে হবে। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।


কুমিল্লা এর পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, জেলা পুলিশের সকল ইউনিটে তথ্য অধিকার আইন বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোন নাগরিক তথ্য চেয়ে না পেলে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করলে তথ্য প্রদানে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য পাওয়া একজন নাগরিকের অধিকার। তিনি সাধারণ জনগণকে এই আইনের বহুল প্রচার ও প্রয়োগের জন্য আহবান জানান। তিনি সনাকের মাধ্যমে তরুণদের মধ্যে তথ্য আইনের ব্যবহারের বাস্তবায়ন এর জন্য ব্যাপক ভিত্তিক প্রচার প্রচারণা করতে অনুরোধ করেন।

তথ্য মেলার উদ্বোধনী আলোচনা পরবর্তীতে সনাক সদস্য অধ্যাপক বিজয় কৃষ্ণ রায়ের এর সঞ্চালনায় তরুণ সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণে তারুণ্যে সংলাপ অনুষ্ঠিত হয়।

মেলায় সনাক-এর ইয়েস গ্রুপ পরিচালিত ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক থেকে দর্শনার্থীদেরকে সরকারি-বেসরকারি দপ্তরে তথ্যের জন্য আবেদন করার কৌশল এবং তথ্য প্রাপ্তিতে সহযোগিতা করা হচ্ছে। তথ্য মেলায় অংশগ্রহণকারী অফিসসমূহ জেলা প্রশাসন, কুমিল্লা, জেলা পুলিশ, কুমিল্লা, সিভিল সার্জন এর কার্যালয়, জেলা তথ্য অফিস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা ভূমি অফিস, জেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), পরিবার পরিকল্পনা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড, আনসার ও ভিডিপি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা সমবায় অফিস, জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রাণীসম্পদ অধিদপ্তর, জেলা মৎস অফিস, জেলা রেজিষ্টার কার্যালয়, ওয়াইডাব্লিউসিএ, ঢাকা আহছানিয়া মিশন, ব্র্যাক, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, এইড কুমিল্লা ও এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস), কুমিল্লা।

এছাড়া আলোচনা সভার পাশাপাশি আজকের অন্য আয়োজনে ছিল তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, কমিউনিটি মবিলাইজেশন, তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন, দুর্নীতিবিরোধী প্রীতি বিতর্ক অংশগ্রহণে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং