সারাদেশ

কুলাউড়া উপজেলার কৃষকলীগ নেতা আজিজ গ্রেপ্তার 

রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক অভিযোগে কৃষকলীগ নেতা আব্দুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হাজীপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজ হাজীপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ছাড়াও তিনি হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওদুদ বক্সের একান্ত সহযোগী। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছারের সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার রাতে হাজীপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। সুজন তালুকদার আরও বলেন, হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওদুদ বক্স পলাতক হওয়ার পরও বর্তমান প্যানেল চেয়ারম্যানের সাথে তাল মিলিয়ে মনু প্রকল্পে নিয়োজিত বালুর ট্রাক আটকিয়ে চাঁদাবাজি, পরিষদে গ্রাহকদের অর্থের বিনিময়ে জন্মসনদ ও নাগরিকত্ব পাইয়ে দেওয়াসহ থানায় একাধিক অভিযোগ রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,