সারাদেশ

কোনাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়িতে নিখোঁজের দুই দিন পর জুনায়েদ হোসেন (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) দুপুরে মহানগরীর কোনাবাড়ি আমবাগ পশ্চিম পাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জুনায়েদ টাঙ্গাইল সদর থানার গোলচক্কর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে তার মা ও বড় বোনের সঙ্গে আমবাগ পশ্চিম পাড়ার মোয়াজ্জেম হোসেনের বাড়িতে টিনশেডে ভাড়া থাকত। ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হয় জুনায়েদ। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ৩১ ডিসেম্বর এলাকায় মাইকিং করে ছেলের সন্ধান চায় তার পরিবার। অবশেষে বুধবার দুপুরে আমবাগ পশ্চিম পাড়ার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এক রাজমিস্ত্রী সেখানে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

কোনাবাড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, “খবর পাওয়ার পর দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পরিবার সূত্রে জানা গেছে, মা ও বোনের সঙ্গে জুনায়েদের সংসার কোনো রকমে চলছিল। তার মা একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন। শিশুটির রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,