ক্ষেতলালে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামি মহিম গ্রেপ্তার
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
র্যাব-৫ ও র্যাব-১-এর যৌথ অভিযানে রাজধানীর তুরাগ থেকে আটক ,জয়পুরহাটের আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মহিমকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ ও র্যাব-১-এর যৌথ অভিযানে রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে মহিম (২২) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। সে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার ভাসিলা নাপিতপাড়া এলাকার বাসিন্দা এবং মো. আব্দুল মান্নানের ছেলে।
র্যাব জানায়, মামলার ভিকটিম জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন গুচ্ছগ্রাম মনঝার এলাকার বাসিন্দা মো. বেলাল ফকিরের মেয়ে। তিনি তার স্বামীসহ ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের সমাজকল্যাণ মোড় এলাকায় বসবাস করতেন। স্বামী-স্ত্রী দুজনই সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনার সূত্রপাত হয় একটি নাচগানের অনুষ্ঠানের চুক্তিকে কেন্দ্র করে। সুমন, সাইফুল ও মহিমের সঙ্গে ওই অনুষ্ঠানের চুক্তি সম্পন্ন হলেও অনিবার্য কারণে অনুষ্ঠানটি বাতিল হয়। এ নিয়ে পারিশ্রমিক সংক্রান্ত বিরোধের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রাতে ভিকটিম ও তার স্বামী ওষুধ কিনে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে ক্ষেতলাল থানাধীন ইটাখোলা টেকনিক্যাল কলেজের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাদের পথরোধ করে। ভ্যানচালককে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।
পরবর্তীতে ভিকটিম ও তার স্বামীকে জোরপূর্বক একটি ফাঁকা স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ভিকটিমের স্বামীকে মারধর করে বেঁধে রেখে অভিযুক্তরা পালাক্রমে ভিকটিমকে নির্যাতন করে। ঘটনার পর তারা পালিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরদিন ১ ডিসেম্বর ২০২৫ তারিখে ভিকটিম ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় মামলা রুজু করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব-৫ সিপিসি-৩ এবং র্যাব-১ উত্তরা সদর কোম্পানির যৌথ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা আসামি মহিমকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




