সারাদেশ

খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫ এর শুভ উদ্বোধন

এম জালাল উদ্দীন:খুলনা

খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন খুলনার আয়োজনে এবং জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা খুলনার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ ক্রীড়ানুরাগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময়ে আলোচনা সভা শেষে প্রধান অতিথি (ডিসি) মোঃ তৌফিকুর রহমান বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় খুলনা জেলা বনাম গোপালগঞ্জ জেলা ফুটবল দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,