গভীর রাতে আদিবাসিদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ, আনন্দে আত্মহারা অসহায় মানুষেরা
মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের পক্ষ হতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার পর উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা থানার পাশে আদিবাসি মহল্লায় যান এবং গরীব আসহায় আদিবাসিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
উপজেলা পর্যায়ের সর্বোচ্চ ব্যক্তির নিকট হতে কম্বল পেয়ে আনন্দে আত্মহারা অসহায় মানুষেরা। আদিবাসি নিমাই সর্দার, দিবা সর্দার, দুষ্টু সর্দার, অন্তরা সর্দার বলেন, আমরা গরীব নুন আনতে পান্তা ফুরায় এমন পরিস্থিতিতে নিজে কিংবা পরিবারের ছোট্ট সদস্যের জন্য এই শীতে একটি গরম কাপড় কিনতে পারিনা। মানুষের নিকট হতে গরম কাপড় নিয়ে আমরা শীত নিবারনের চেষ্টা করি, সরকারের পক্ষ হতে পাওয়া কম্বল আমাদের ভীষন উপকারে আসবে।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, পল্লী বিদুত্যের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, আনছার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।