সারাদেশ

ঘোষণায় সরব, মাঠে নিস্তব্ধ আওয়ামী লীগ

ফারিয়াজ ফাহিম
জামালপুর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন আজ সারাদেশের মতো জামালপুরেও কোনো প্রভাব ফেলতে দেখা যায়নি। সকাল থেকে শহরের প্রধান সড়কগুলোতে ছিল স্বাভাবিক যান চলাচল, খোলা ছিল দোকানপাট ও বাজার।

ঘোষণার পরও দলটির কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। সাধারণ মানুষও পালন করেনি আওয়ামী লীগের ডাকা এই কর্মসূচি।

জামালপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম চলছে। পরিবহন চলাচলও ছিল স্বাভাবিক।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকেই গুরুত্বপূর্ণ স্থানে চলেছে তল্লাশি। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তারা।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,