সারাদেশ

চর বিজয়ে বনায়ন অভিযানে প্রাণ ফিরে পাচ্ছে উপকূল, উদ্ধার হলো আহত সি-গাল পাখিও

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী প্রতিনিধিঃ-

পটুয়াখালীর কুয়াকাটার চর বিজয়ে উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী’র মহিপুর রেঞ্জের আয়োজনে ৪০ হাজার ঝাউ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক জনাব ইয়াসিন সাদেক।

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে ইয়াসিন সাদেক বলেন, “ইতিপূর্বে চর বিজয়ে রোপণকৃত ঝাউ, ধানশী, সুন্দরী ও কেওড়া গাছসহ বিস্তৃত ঘাস জন্মেছে। এভাবে বনায়ন কার্যক্রম ও পরিচর্যা অব্যাহত রাখা গেলে, চর বিজয়ে প্রাকৃতিক বন ও অতিথি পাখির অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব হবে।”

 

বন বিভাগের ‘সুফল প্রজেক্ট’-এর আওতায় আজকের কর্মসূচিতে মোট ৪০ হাজার ঝাউ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দিনে প্রায় ৮ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বাকি চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

রোপণ কর্মসূচি চলাকালে চর বিজয়ে একটি আহত “সি-গাল” পাখি উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। পরে পাখিটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ নামের স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের কলাপাড়া শাখার কাছে হস্তান্তর করা হয়।

 

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সি বলেন, “সহকারী কমিশনার (ভূমি) স্যার আহত সি-গাল পাখিটি আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করেছি। আশা করছি পাখিটি দ্রুত সুস্থ হয়ে তার স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারবে।”

 

মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “চর বিজয়ে দীর্ঘদিন ধরে বন বিভাগের বনায়ন কার্যক্রম চলছে। উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু বৃক্ষরোপণই করছি না, বরং একটি স্থায়ী পরিবেশবান্ধব ইকোসিস্টেম গড়ে তুলছি।”

 

 

এ সময় বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,