সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে ছু’রি’কা’ঘা’তে গুরুতর আহত মো. মোস্তফা (২৭) নামে এক অটোরিকশা চালক মা’রা গেছেন

 

মো: রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছে নিহতের পরিবার। .

এর আগে গত ১২ জুন রাতে ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের নিজ বাড়ির সামনে মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত হয় মো. মোস্তফা। মো. মোস্তফা ওই গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে। পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ও এক সন্তানের বাবা।

জানা গেছে, পূর্ববিরোধকে কেন্দ্র করে গত ১২ জুন রাতে মো. মোস্তফাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষ সোহেল ও তার সহযোগীরা। কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল, তার ভাই ফয়সাল ও রুবেল এবং তাদের বাবা আবুল হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা মো. মোস্তফাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এসময় স্থানীয়দের সহযোগিতায় মো. মোস্তফাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

এদিকে, এ ঘটনায় মো. মোস্তফার ভাই আলাউদ্দিন গত ১৬ জুন প্রতিপক্ষ সোহেলসহ ৪ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় সবাই একই পরিবারের সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সোহেলদের পুরো পরিবারই মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। এলাকার জনসাধারণ তাদের অত্যাচারে অতিষ্ঠ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, এঘটনায় এজাহার নামীয় সবাই একই পরিবারের সদস্য, এরইমধ্যে প্রধান আসামি সোহেল ছাড়া অন্য তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে প্রধান আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,