চৌগাছায় এবি পার্টির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)
মাদক বিরোধী সমাজ গড়তে সীমান্তবর্তী চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ তহবিল বরাদ্দের দাবীতে এবি পার্টির সংবাদ সম্মেলন
২৯ জুলাই ,মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় চৌগাছা উপজেলার কুঠিপাড়ায় এবি পার্টির কার্যালয়ে মাদক বিরোধী তারুণ্য সমাজ গড়তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ তহবিল বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন করেন এবি পার্টির নেতৃবৃন্দ। এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, চৌগাছা ঝিকরগাছার মত সীমান্তবর্তী উপজেলাগুলো বাংলাদেশে মাদক পাচারের প্রবেশদ্বার। তারুণ্যদেরকে মাদকের বিরুদ্ধে সচেতন করতে হলে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে তাহলে মাদকবিরোধী প্রজন্ম তৈরি হবে। এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট সীমান্তবর্তী প্রত্যেক উপজেলার জন্য ৪৫ লক্ষ টাকা তহবিল বরাদ্দের দাবী জানান। প্রত্যকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২০ হাজার টাকার খেলাধূলা সামগ্রী বরাদ্দের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্ববান করে বলেন, এদেশে জঙ্গিদের বিরুদ্ধে যেভাবে তল্লাসীর নাটক হয়েছে সেইরকম তল্লাশী মাদকের বিরুদ্ধে কেন হয় না। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটি রাজনৈতিক দল ভারতের বিরুদ্ধে লড়াই করলেও রাজনৈতিক ছত্রছায়ায় ভারতের মাদক দিয়ে তরুণ সমাজকে নষ্ট করা , দেশে সন্ত্রাসীদের অভয়ারণ্যে তৈরি করা ও দেশের অর্থ পাচার করার কাজ করছে।
এসময় তিনি মাদক পাচারকারীদেরকে পশুর সাথে তুলনা করে বলেন, বাংলাদেশের পশু পাখি যেমন ভারতের সীমান্তে প্রবেশ করলে বিএসএফ বাধা দেয় না কারণ পশু পাখিরা কোন দেশের নাগরিক না কিন্তু পশু পাখি কারোর জন্য হুমকিস্বরুপ না । কিন্তু মাদক ব্যবসায়ীরাও ভারত গিয়ে মাদক আনলে বিএসএফ কিছুই বলে না। এজন্য মাদক ব্যবসায়ীরা পশুর চেয়েও নিকৃষ্ট যারা কোন দেশের নাগরিক না। মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের উদাহরণ দিয়ে বলেন, ৫০০ গ্রামের বেশি মাদক দ্রব্য পাচার, আমদানি বা রপ্তানি করলে সিঙ্গাপুরের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে অথচ বাংলাদেশে এক ট্রাক মাদক সহ ধরা পড়লেও অল্পসময়ের মধ্যে রাজনৈতিক ছত্রছায়ায় জামিনে বেরিয়ে আসেন। সংস্কার প্রশ্নে মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের ঘোষণা দেন এবি পার্টির নেতৃবৃন্দ।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এবি পার্টির চৌগাছা উপজেলার সংগঠক মেহেদী হাসান শিপলু , নাসিম রেজা নাহিদ, ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত সহ আরো অনেকে ।