চৌদ্দগ্রামে বিএনপি প্রার্থী কামরুল হুদার পক্ষে মিয়াবাজারে নির্বাচনী গণমিছিল
হাবিবুর রহমান মুন্না।।
চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুল হুদার সমর্থনে মিয়ারবাজারে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ ডিসেম্বর) বিকেলে উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার মহাসড়কে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ গণমিছিল বের করে উজিরপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ।
উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদ, মীর আব্দুর রহমান আলমগীর, মো. শাহ আলম, সহসাধারণ সম্পাদক ডা. আনোয়ার, খন্দকার আল-আমিন খোকন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ জোবায়ের, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, আবুল হাশেম, নূর মোহাম্মদ, শরীফ হাসান, রিপন মিয়া।
উজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমজি শাহ আলম পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল মেম্বার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, মোজাম্মেল হক মাসুমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ চৌধুরী, উজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি খালেদ সাইফুল্লাহ, যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবলু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গণমিছিলে অংশ নেন।





