Uncategorized সারাদেশ

জয়পুরহাটে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,জয়পুরহাট। 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে আয়োজিত হলো পাঁচ কিলোমিটার দীর্ঘ এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ আয়োজনটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বর থেকে শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই সময় ছাত্র ও জনতার অসাধারণ সাহসিকতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রেখেছে। এই আয়োজন তরুণ প্রজন্মকে ইতিহাস জানাতে এবং দেশের জন্য সচেতন করে তুলতে সহায়ক হবে।

ম্যারাথন দৌড়টি যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া হয়ে বটতলী বাজারে গিয়ে শেষ হয়। পুরো প্রতিযোগিতা জুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,