শিক্ষাঙ্গন

জয়পুরহাটে তিন দিনব্যাপী স্কাউটস ব্যাজ কোর্স অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটে বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলার আয়োজনে তিন দিনব্যাপী স্কাউটস ব্যাজ কোর্স–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৭ থেকে ১৯ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কালাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কোর্সে উপজেলার ২৭টি প্রতিষ্ঠানের মোট ৫৪ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।

১৯ ডিসেম্বর রাত ৯টায় তাঁবু জলসার মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। কোর্সে লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলার উপজেলা স্কাউট লিডার ফজলুর রহমান।

বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলা সম্পাদক জনাব মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ শামীম আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলা সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান, বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলা সহ-সভাপতি ও হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলার কমিশনার মো. আব্দুল মনয়েম। তাঁবু জলসার সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলা সহকারী কমিশনার মুহাম্মদ আলী জিন্নাহ।

তিনদিনব্যাপী অনুষ্ঠিত এই কোর্সের স্কাউটরা— শৃঙ্খলা ও দলগত কাজের অনুশীলন, নেতৃত্ব উন্নয়ন, প্রাথমিক প্রতিবিধান, ক্যাম্পিং ও তাঁবু স্থাপন, দড়ি বাঁধার কৌশল, সমাজ উন্নয়ন, ক্রমোন্নতিশীল ব্যাজ পদ্ধতি, সামাজিক সেবা কার্যক্রম, স্কাউট আইন ও আদর্শ চর্চাসহ বিভিন্ন ব্যবহারিক জ্ঞান সম্পর্কে হাতে কলমে শিক্ষা লাভ করে।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং কার্যক্রম নতুন প্রজন্মের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখে। এমন প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীরা শৃঙ্খলাবান, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়।

শেষে সফলভাবে কোর্স সম্পন্ন করায় অংশগ্রহণকারী স্কাউটদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর