জামালপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

প্রতিনিধি
জামালপুর
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে ট্রাক-সিএনজির সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিগপাইতে এই ঘটনা ঘটে।
আজ,বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ ৪ জন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।তাৎক্ষণিক একজন নিহতদের খবর পাওয়া যায় তার নাম এনাম ফকির। বাকী নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
এই বিষয়ে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। আর উদ্ধার অভিযানে স্থানীয় দের পাশাপাশি অংশ নিয়েছে ফায়ার সার্ভিস নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।।