রাজনীতি

জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি গঠিত

  1. ফারিয়াজ ফাহিম
    জামালপুর

    প্রথমবারের মত জামালপুরে বেসরকারি বিশ্বিদ্যালয় ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সাবেক শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটি) ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে।

    আজ(মঙ্গলবার) বেলা তিনটায় ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়। সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

    সরাসরি ভোটের মাধ্যমে, সভাপতি পদে মোখলেছুর রহমান রূপক এবং রেজওয়ান আহমেদ শাওন সমান ৩৯ ভোট পান। পরবর্তীতে লটারির মাধ্যমে রেজওযান আহমেদ শাওনকে সভাপতি এবং সর্বোচ্চ ২৮ ভোট প্রাপ্ত তানজিম আহম্মেদ রাকিব কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

    এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুর রহিম রনির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি হাফিজুর রহমান সোহান। এ ছাড়া জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ