জায়পুরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র জমা
- জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে রাশেদুল আলম সবুজের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ, আইনজীবী সমাজের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
মনোনয়ন জমাদানের সময় উপস্থিত ছিলেন প্রার্থীর পিতা বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মোমেন ফকির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আসলাম হোসাইন, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দীপু, কালাই উপজেলা জামায়াতের আমীর মনসুর রহমান, ক্ষেতলাল উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম হোসেন মন্ডল, অধ্যাপক আজিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়ন দাখিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাশেদুল আলম সবুজ বলেন,
“জয়পুরহাট-২ আসনের সর্বস্তরের জনগণ আমার প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার মর্যাদা রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি সবসময় জনগণের পাশে থেকে তাদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করবো।”
মনোনয়ন জমাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতারা আশা প্রকাশ করেন, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী হবেন।





