দরিদ্র মেধাবী শিক্ষার্থী খোকনের পাশে জামালপুর ফিনান্সিয়াল হেল্প সেন্টার
ফারিয়াজ ফাহিম
জামালপুর
চর যথার্থপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান খোকন। অতি অল্প বয়সেই (মাত্র ২/৩ বছর বয়সে) বাবাকে হারিয়ে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয় খোকন।
বর্তমানে তার মা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
সম্প্রতি খোকনের বিষয়ে স্থানীয় একজন( শিফাত হাসান) জামালপুর ফিনান্সিয়াল হেল্প সেন্টারকে অবহিত করেন।
পরবর্তী তার পরামর্শে খোকনের বাড়িতে গিয়ে দেখা যায়, খোকন পড়াশোনায় অত্যন্ত মেধাবী হলেও দারিদ্র্যের কারণে তার লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার অবস্থা । প্রায় তিন মাসের টিউশন ফি বকেয়া থাকায় স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়েছিল তার।
এ অবস্থায় জামালপুর ফিনান্সিয়াল হেল্প সেন্টার এর পক্ষ থেকে খোকনের বকেয়া বেতনসহ শিক্ষাসামগ্রীর সকল খরচ বহন করা হয়। তাকে খাতা, কলমসহ প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, খোকনের ভবিষ্যৎ শিক্ষাজীবনের যাবতীয় ব্যয়ভার বহনের সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এছাড়াও খোকন ক্রীড়া, বিশেষ করে ফুটবলে বেশ দক্ষ।
ইতিমধ্যে শিফাতের উদ্যোগে তাকে স্টেডিয়ামে ভর্তি করা হয়েছে। পাশাপাশি জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি তোহিদুর রহমান রামীম-কেও তার সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।।