সারাদেশ

দুর্যোগ প্রস্তুতি নিয়ে তিনদিনের কর্মশালা 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা স্যাপ- বিডি কর্তৃক আয়োজিত “ইমারজেন্সি অপারেশনাল ড্যাস বোর্ড -ইওডি, ন্যাশনাল আর্লি একশন প্রোটোকল এন্ড ইনক্লুসিভ এন্টিসিপেটরি একশন” শীর্ষক প্রশিক্ষণ তিনদিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বরগুনার আরডিএফ প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

 

ভার্চুয়ালী সংযুক্ত প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার প্রমুখ।

 

প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার সকল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও তাদের সহকারীবৃন্দ। দুর্যোগ পূর্ব প্রস্তুতি নানা বিষয় দিক নিয়ে তিনদিন প্রশিক্ষণ দেয়া হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,