দেবিদ্বারে বিনামূল্যে সার বীজ পেলেন ৭ হাজার কৃষক

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বারে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রনোদনায় বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে দেবিদ্বার উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ওই প্রনোদনা বিতরণ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
উপজেলার ১ টি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের বাছাইকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন কৃষকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, দেশের জনগণের একটা বিশাল অংশ তাদের জীবনধারণের জন্য কৃষির উপর নির্ভর করে। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করেন। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান ১৯.১% এবং কৃষিখাতের মাধ্যমে ৪৮.১% মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। তাই সরকার কৃষকের উন্নয়নে কৃষিখাতে ভর্তুকী দিয়ে কৃষকদের সহায়তা করছেন। আপনারা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে এ প্রনোদনা যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম।