সারাদেশ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি ও একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরু করার দাবি জানান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য নির্মাণাধীন ক্যাম্পাসের কাজ শেষ হলেও শিক্ষার্থীদের জন্য একাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি, যা তাদের ভবিষ্যতের জন্য এক বড় অস্বস্তি। তারা আরও বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
কর্মসূচিতে ছাত্রনেতা শহিদুল ইসলাম সোহাগ, জি এম সালেহ জেমস, সাকিব ইসলাম কাজল, রুহুল আমিন, আবু হানিফ, জুনায়েদ জুন, ফাহিম সরদার, নিশান খান, আবু সাইদ, সাজিদ, গোলাম রব্বানী, রিফাত, রনি, সজিব, সাব্বির, বৈষম্য বিরোধী সাকিব, পারভেজ, নাফি ও মাহিনসহ অনেক ছাত্রনেতা ও সাধারণ ছাত্র-ছাত্রী অংশ নেন।
বক্তারা আরও বলেন, একাডেমিক কার্যক্রম শুরুর মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয় তার পূর্ণতা পাবে এবং এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারবে। তারা সরকারের কাছে আবেদন জানান, দ্রুত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
এছাড়া, মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিজেদের যৌথ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে সবাইকে একযোগে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর জন্য একত্রিত হওয়ার আহ্বান জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং