পটুয়াখালীতে শেখ মুজিবুর রহমানের ২ টি ম্যুড়াল ভেঙ্গে চুরমার

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা পরিষদ ও র্যাব ক্যাম্পের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে জেলা পরিষদের সামনে জনতার ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একত্রিত হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা চালায় এবং ভাঙচুর করে। এরপর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে র্যাব ক্যাম্পের দিকে অগ্রসর হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং র্যাব ক্যাম্প সংলগ্ন আরেকটি ম্যুরাল ভাঙচুর করেন।
বিক্ষোভে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী দাবি করেন, এসব প্রতীক নিপীড়ন ও স্বৈরাচারের প্রতীক হিসেবে গণ্য হয়। তাদের মতে, এগুলোর উপস্থিতি গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করে। শিক্ষার্থীদের ভাষায়, “আমাদের শহরে এসবের কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে।