সারাদেশ

পলাশে আল-খিদমাহ উলামা পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ আল্লাহভীতি, নবীজির সুন্নাহ ও ইসলামী আদর্শে জীবন পরিচালনার আহ্বানে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে আল-খিদমাহ উলামা পরিষদ পলাশ আয়োজিত ২১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। শনিবার ১ নভেম্বর বাদ এশা ঐতিহাসিক সমবায় আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠে দিনব্যাপী এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-খিদমাহ উলামা পরিষদ পলাশের সভাপতি  শাইখুল হাদিস হযরত মুফতি আব্দুর রহিম কাসেমী হাফিজাহুল্লাহ।

সম্মেলনের প্রধান আকর্ষণ ছিলেন দাওয়াতী মেহমান বিশিষ্ট শিক্ষাবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ড. আব্দুল মঈন খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামই শান্তির ধর্ম। মানুষকে আল্লাহভীরু হতে হবে, তাহলেই সমাজে ন্যায় ও মানবতা প্রতিষ্ঠিত হবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ সন্দিপী, মহাপরিচালক মাদানী নগর মাদ্রাসা এবং মাওলানা মুফতি কামাল উদ্দীন শিহাব কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস, জামিয়াতুল আনওয়ার, ঢাকা।

বিশেষ অতিথি ছিলেন শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নুরপুরী, মহাসচিব তানযীমুল মাদারিসিল ক্বাওমিয়া নরসিংদী; এবং হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার, সভাপতি তানযীমুল মাদারিসিল ক্বাওমিয়া নরসিংদী ,মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

বক্তারা বলেন, ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সহিহ হাদিস ও কুরআনের আলোকে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাকওয়া, সততা ও মানবিকতার চর্চা ছাড়া প্রকৃত শান্তি সম্ভব নয়। তাঁরা আল্লাহর প্রতি আনুগত্য ও নবীজির সুন্নাহর অনুসরণে সমাজ গঠনের আহ্বান জানান।

সম্মেলনে আল-খিদমাহ উলামা পরিষদের সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,