পলাশে ধানের শীষের প্রচারণায় মানুষের ঢল
পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
প্রচারণার প্রথম দিন নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঘোড়াশাল পৌর বিএনপির নের্তৃবৃন্দ। নরসিংদী -০২ (পলাশ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মঈন খানের পক্ষে গণসংযোগ কর্মসূচি ও নির্বাচনী প্রচারণা শুরু করেন পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া। মহিউদ্দিন চিশতিয়ার নের্তৃত্বে এক বিশাল শো ডাউন ঘোড়াশাল বাজার ঈদগাহ ময়দান থেকে বের হয়ে ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
এ সময় শহরের বিভিন্ন সড়কে সাধারণ ভোটার ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সাথে নির্বাচনী গণ সংযোগও করেন তিনি। নির্বাচনী প্রচারনায় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ ছাড়াও সাধারন মানুষও এতে অংশ নেয়।




